ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ১৫১ Time View

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, রাগীব রউফ চৌধুরী গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন, মো. মাকসুদ উল্লাহ। আর আব্দুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমান খালাস পান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তাকে ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

নওরোজ ডেস্ক
Update Time : ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, রাগীব রউফ চৌধুরী গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন, মো. মাকসুদ উল্লাহ। আর আব্দুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমান খালাস পান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তাকে ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।

নওরোজ/এসএইচ