ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

নওরোজ ডেস্ক
- Update Time : ০৩:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১১৭ Time View
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী-পুরুষসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শিবপুরে যাচ্ছিল। পথে পঁচারবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী নিহত হন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়