ব্রেকিং নিউজঃ
ঢাবিতে কালো মুখোশে ১০ জনের ঝটিকা মিছিল

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১৬৬ Time View
দীর্ঘ আড়াইমাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছেন ৮-১০ জনের একটি দল।
বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে একটি ভিডিও ক্লিপে দেখা যায়। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে তাদের ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।
নওরোজ/এসএইচ