ব্রেকিং নিউজঃ
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার

শরিফুল হক পাভেল
- Update Time : ০৭:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১১২ Time View
রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ও পল্লবী থানা পুলিশের যৌথ টিম।
গতকাল সোমবার (২১ অক্টোবর) রাত ১ টার পর মিরপুর-৬ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত বাদী হৃদয় মিয়ার অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমন এই মামলার ৩ নং এজাহার নামীয় আসামী।
গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।