ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০১:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১৩ Time View

গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলায় নিহতে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা আছে। সেইসঙ্গে এতে আহত হয়েছে কয়েক ডজন।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হতাহতের সংখ্যা পরীক্ষা করছে। সেইসঙ্গে হামাসের দেওয়া তথ্যকে অতিরঞ্জিত হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২১ নারী।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প। আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা বলেন, জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত হয়েছেন ৭০ জন। তাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলি সীমান্তের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এছাড়া ২৫০ জনের মতো নাগরিককে জিম্মি করে নিয়ে গাজায় আনে। এরপর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়া ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে আসছে। গাজায় চলমান এ হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০১:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলায় নিহতে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা আছে। সেইসঙ্গে এতে আহত হয়েছে কয়েক ডজন।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হতাহতের সংখ্যা পরীক্ষা করছে। সেইসঙ্গে হামাসের দেওয়া তথ্যকে অতিরঞ্জিত হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২১ নারী।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প। আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মাদ সালহা বলেন, জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত হয়েছেন ৭০ জন। তাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলি সীমান্তের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এছাড়া ২৫০ জনের মতো নাগরিককে জিম্মি করে নিয়ে গাজায় আনে। এরপর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়া ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে আসছে। গাজায় চলমান এ হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০।

নওরোজ/এসএইচ