ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন অনুষ্ঠিত

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৩৩ Time View

আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে কনভেশনটি অনুষ্ঠিত হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান। তিনি বলেন, যেখানে বৈষম্য সেখানেই মানবাধিকার কর্মীদের প্রতিবাদ করতে হবে। পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, আমরা থাকব প্রতিবাদ মুখর। এ সময় ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, এবিইউর প্রশাসক ও বোর্ড অব গভর্ন্যান্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউর ট্রেজারার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় আয়োজিত কনভেনশনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রশাসক ও বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউ’র ট্রেজারার মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় কনভেনশনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

কনভেনশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমানুল্লাহ ফেরদৌস, বিচারপতি সিকদার মকবুল হক, বিচাপতি মীর হাসমত আলী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ লায়ন ড. হারুন উর রশীদ, নিউজিল্যান্ডের শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. জ্যাক অ্যাডওয়ার্ড অ্যাফরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, কর্নেল (অব.) এস এম ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কনভেনশনে ২০১৮ সালে কোটা সংস্কারের রিট করে বৈষম্যবিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা ও ডাকসু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জাতীয় মানবাধিকার সোসাইটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুল অদুদ, রিটের বাদী বিএসএস এর বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট দিদারুল আলম, আনিসুর রহমান মীর ও তাদের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুঁইয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, লায়ন ড. হারুনুর রশীদ, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া, অভিনেতা ডিএ তায়েব, ড. সৈয়দ আবদুল।লাহ আল মামুন চৌধুরী, ক্রীড়া বিশেষজ্ঞ মীর বারেকসহ সাতজনকে ফেলোশিপ এওয়ার্ড ও ড. হামিদা খানম, বীর মুক্তিযোদ্ধা প্লানচেট লেখক কাপ্তান নূর, মুদ্রন ব্যবসায়ী আলহাজ্ব মো. নুরুল ইসলামকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন অনুষ্ঠিত

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে কনভেশনটি অনুষ্ঠিত হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান। তিনি বলেন, যেখানে বৈষম্য সেখানেই মানবাধিকার কর্মীদের প্রতিবাদ করতে হবে। পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, আমরা থাকব প্রতিবাদ মুখর। এ সময় ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, এবিইউর প্রশাসক ও বোর্ড অব গভর্ন্যান্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউর ট্রেজারার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় আয়োজিত কনভেনশনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রশাসক ও বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউ’র ট্রেজারার মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় কনভেনশনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

কনভেনশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমানুল্লাহ ফেরদৌস, বিচারপতি সিকদার মকবুল হক, বিচাপতি মীর হাসমত আলী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ লায়ন ড. হারুন উর রশীদ, নিউজিল্যান্ডের শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. জ্যাক অ্যাডওয়ার্ড অ্যাফরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, কর্নেল (অব.) এস এম ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কনভেনশনে ২০১৮ সালে কোটা সংস্কারের রিট করে বৈষম্যবিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা ও ডাকসু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জাতীয় মানবাধিকার সোসাইটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুল অদুদ, রিটের বাদী বিএসএস এর বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট দিদারুল আলম, আনিসুর রহমান মীর ও তাদের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুঁইয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, লায়ন ড. হারুনুর রশীদ, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া, অভিনেতা ডিএ তায়েব, ড. সৈয়দ আবদুল।লাহ আল মামুন চৌধুরী, ক্রীড়া বিশেষজ্ঞ মীর বারেকসহ সাতজনকে ফেলোশিপ এওয়ার্ড ও ড. হামিদা খানম, বীর মুক্তিযোদ্ধা প্লানচেট লেখক কাপ্তান নূর, মুদ্রন ব্যবসায়ী আলহাজ্ব মো. নুরুল ইসলামকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নওরোজ/এসএইচ