হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি চ্যানেল অফিসে হামলা

- Update Time : ০১:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১২৩ Time View
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালিয়েছেন। এ ছাড়া অফিসটিতে আগুনও ধরিয়ে দিয়েছেন তারা। শনিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপরই টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালায় স্থানীয় চার থেকে পাঁচশো লোক।
ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে হামলা চালানো হয়। সংস্থাটি বলেছে, ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।
নওরোজ/এসএইচ