ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল: বরিশালে শান্ত, ঢাকায় লিটন, রাজশাহীতে তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ১৯ Time View

বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সরাসরি চুক্তিতে তাকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে না নেওয়াটা কিছুটা অবাক হওয়ার মতোই ছিল। ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন খেলোয়াড় ডেকেছে। তখনও অবিক্রিত রয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। অবশেষে তাকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

খেলোয়াড় কেনায় ঢাকা ক্যাপিটালসের সুযোগ ছিল দুই নম্বরে। নতুন মালিকানার দলটি ক্যাটাগরি ‘এ’ থেকে প্রথমেই নেয় উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। আর প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়ে দুর্বার রাজশাহী ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।

এছাড়া আরও দেশি খেলোয়াড়দের মধ্যে আরও দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বিপিএল: বরিশালে শান্ত, ঢাকায় লিটন, রাজশাহীতে তাসকিন

স্পোর্টস ডেস্ক
Update Time : ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সরাসরি চুক্তিতে তাকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে না নেওয়াটা কিছুটা অবাক হওয়ার মতোই ছিল। ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন খেলোয়াড় ডেকেছে। তখনও অবিক্রিত রয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। অবশেষে তাকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

খেলোয়াড় কেনায় ঢাকা ক্যাপিটালসের সুযোগ ছিল দুই নম্বরে। নতুন মালিকানার দলটি ক্যাটাগরি ‘এ’ থেকে প্রথমেই নেয় উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। আর প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়ে দুর্বার রাজশাহী ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।

এছাড়া আরও দেশি খেলোয়াড়দের মধ্যে আরও দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

নওরোজ/এসএইচ