ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

২০০ সিসির নতুন ডিউক মোটরসাইকেল আনল কেটিএম

প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৬:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ২১ Time View

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম ২০০ সিসির নতুন ডিউক মোটরসাইকেল আনল। এটি মূলত ২০০ ডিউক মডেলের আপডেট ভার্সন। এতে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়েছে।

বাইকটিতে দেওয়া হয়েছে একটি ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। নতুন কনসোলটি স্মার্টফোন কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সমর্থন করবে।
কেটিএম কানেক্ট অ্যাপের সঙ্গে ব্লুটুথ-এর মাধ্যমে কানেক্ট করা যাবে। এতে আবার কল ও এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে। এতে উপস্থিত সুপার মটো এবিএস, শিফট আরপিএম-এর জন্য একটি কাস্টমাইজেবল থিম ইত্যাদি।

টিএফটি স্ক্রিন ছাড়াও কেটিএম ২০০ ডিউক-এর বৈশিষ্ট্যে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই বাইকটি ভার্টিক্যালি স্ট্যাক এলইডি হেডলাইট, শার্প বডি ওয়ার্ক এবং সার্বিক তারুণ্যে ভরা ডিজাইনসহ হাজির হয়েছে। এটি তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – ডার্ক গ্যালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং মেটালিক সিলভার।

শক্তির উৎস হিসাবে কেটিএম ২০০ ডিউকে একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ২৫ বিএইটপি শক্তি এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। স্লিপার ক্লাচসহ বাইকটি ইউএসডি ফ্রন্ট ফর্ক, একটি মনোশক, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক সেটআপ পেয়েছে।

অটোমোবাইল,বাইক,মোটরসাইকেল,জানতে চাই,ফিচার,কেনাকাটা,ভারত

Please Share This Post in Your Social Media

২০০ সিসির নতুন ডিউক মোটরসাইকেল আনল কেটিএম

প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৬:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম ২০০ সিসির নতুন ডিউক মোটরসাইকেল আনল। এটি মূলত ২০০ ডিউক মডেলের আপডেট ভার্সন। এতে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়েছে।

বাইকটিতে দেওয়া হয়েছে একটি ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। নতুন কনসোলটি স্মার্টফোন কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সমর্থন করবে।
কেটিএম কানেক্ট অ্যাপের সঙ্গে ব্লুটুথ-এর মাধ্যমে কানেক্ট করা যাবে। এতে আবার কল ও এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে। এতে উপস্থিত সুপার মটো এবিএস, শিফট আরপিএম-এর জন্য একটি কাস্টমাইজেবল থিম ইত্যাদি।

টিএফটি স্ক্রিন ছাড়াও কেটিএম ২০০ ডিউক-এর বৈশিষ্ট্যে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই বাইকটি ভার্টিক্যালি স্ট্যাক এলইডি হেডলাইট, শার্প বডি ওয়ার্ক এবং সার্বিক তারুণ্যে ভরা ডিজাইনসহ হাজির হয়েছে। এটি তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – ডার্ক গ্যালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং মেটালিক সিলভার।

শক্তির উৎস হিসাবে কেটিএম ২০০ ডিউকে একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ২৫ বিএইটপি শক্তি এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন হবে। স্লিপার ক্লাচসহ বাইকটি ইউএসডি ফ্রন্ট ফর্ক, একটি মনোশক, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক সেটআপ পেয়েছে।

অটোমোবাইল,বাইক,মোটরসাইকেল,জানতে চাই,ফিচার,কেনাকাটা,ভারত