ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ২২ Time View

ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক (৬৬) আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বাবা সিদ্দিকের ছেলে পূর্ব বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে বন্দুকধারীরা ছয়টি গুলি চালায়। এরমধ্যে চারটি গুলি লাগে সাবেক এই মন্ত্রীকে। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।

বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক (৬৬) আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বাবা সিদ্দিকের ছেলে পূর্ব বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে বন্দুকধারীরা ছয়টি গুলি চালায়। এরমধ্যে চারটি গুলি লাগে সাবেক এই মন্ত্রীকে। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।

বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।

নওরোজ/এসএইচ