দেশে আসছে ‘স্ত্রী ২’, যাচ্ছে ‘প্রহেলিকা’

- Update Time : ১২:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১০০ Time View
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পর এবার সিনেমা আমদানি ও রপ্তানি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২ অক্টোবর এ তথ্য জানা গেছে।
একই দিনে পুনর্গঠিত সিনেমা আমদানি-রপ্তানি কমিটির প্রথম বৈঠক হয়। তাদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলিউডের সিনেমা ‘স্ত্রী টু’ বাংলাদেশে মুক্তি পাবে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ‘প্রহেলিকা’।
বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও মাহফুজ আহমেদ। গত বছরের ঈদুল আজহায় দেশের সিনেমার হলে বেশ আলোচনায় ছিল এটি।
সূত্রের মাধ্যমে জানা যায়, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ত্রী-২ সিনেমাটি। যেটি আনতে অভি কথাচিত্রের খরচ হচ্ছে দুই হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ ৪০ হাজার টাকা।
প্রসঙ্গত, নির্মাতা অমর কৌশিক পরিচালিত স্ত্রী-২ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। যেখানে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা।
নওরোজ/এসএইচ