১৭ বছরে কোনো উন্নতি হয়নি, ফান্ডে ১২’শ কোটি থেকে কী লাভ

- Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ১১৭ Time View
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রিকেট বোর্ডের ফান্ডে ১ হাজার ২০০ কোটি টাকা অলস পড়ে আছে। অথচ গত ১৭ বছরে দেশের ক্রিকেটে তেমন কোনো উন্নয়ন হয়নি।
একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আপনি যদি সত্যিই এগিয়ে নিতে চান তাহলে পুরো প্রক্রিয়াই পাল্টাতে হবে। দুই বছরে কি এই সাফল্য পাওয়া সম্ভব? না, পাঁচ বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। ধৈর্য প্রয়োজন।
বিসিবির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেছেন তামিম। বিশেষ করে সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেভাবে বিসিবির ব্যাংক একাউন্টে শত শত কোটি টাকা আছে বলে গর্ব করতেন, তা নিয়েও কথা বলেছেন তিনি। তামিমের মতে, কাঁড়ি কাঁড়ি টাকা ব্যাংকে ফেলে না রেখে তা ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নে ব্যয় করা দরকার ছিল। তিনি বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, বিসিবি দাবি করে তাদের ব্যাংক একাউন্টে নাকি ১২ শ কোটি টাকা আছে, এটার অনুভূতি হচ্ছে গালে চড় মারার মতো। ১২ ‘শ কোটি টাকা অলস পড়ে থাকার কথা নয়। একাউন্টে থাকার উচিত ২০০ কোটি টাকা। ‘
মিরপুরের মতো ঢাকায় আর কোনো সুযোগ-সুবিধা না থাকা নিয়েও আফসোস প্রকাশ করেছেন তামিম। তার মতে সারা দেশেই ভালো কোয়ালিটির পিচ দরকার। তিনি বলেন, মিরপুরের মতো সুযোগ-সুবিধা অবশ্যই দরকার। ঘরোয়া ক্রিকেটেও ভালো কোয়ালিটির পিচ দরকার। এভাবে আপনি ক্রিকেটারদের পরীক্ষা করতে এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে পারবেন।
নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি তামিম। তবে একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সাকিবের ব্যাপারে মুখ খুলেছেন তিনি। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেন, আমি বিশ্বাস করি, সাকিব দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। তার সম্পর্ক যেমনই হোক না কেন, তাকে এড়িয়ে যেতে পারবেন না। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।
সাক্ষাৎকারে তামিম কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়েও। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধান কোচ হয়েছেন তাদের কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। ভারতেও নিজেদের সাবেক খেলোয়াড়দের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। বাংলাদেশে এমন কিছুর সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, প্রধান কোচ হওয়ার মতো বাংলাদেশে কেউ এখন আছে বলে মনে হয় না। হয়তো দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়