নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Update Time : ০১:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ১৩৪ Time View
ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
নাফিজের দেশত্যাগ নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে এবং অজ্ঞাত স্থান হতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার স্বপক্ষে বক্তব্য প্রচার করছেন।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় জনাব চৌধুরী নাফিজ সারাফাত দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জনাব চৌধুরী নাফিজ সরাফাতের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়