ব্রেকিং নিউজঃ
দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, সচিব আবু হেনা মোরশেদকে ওএসডি

নওরোজ ডেস্ক
- Update Time : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১২৪ Time View
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। আর সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে দুজন অতিরিক্ত সচিবকে। রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া ওএসডি থাকা অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
নওরোজ/এসএইচ