ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের রায়
আশুগঞ্জ সার কারখানার পিয়ন হত্যা: হকারের ১০ বছরের কারাদণ্ড

- Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১৯৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পিয়ন বোরহান উদ্দিন বাহার হত্যা মামলায় অভিযুক্ত আসামী দেলোয়ার হোসেন (৪৪) কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন।
নিহত বোরহান উদ্দিন বাহারের বাড়ি ছিল চাঁদপুর জেলার কচুয়ায়। তিনি সার কারখানায় চাকরির পাশাপাশি চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন হকার। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১ জানুয়ারি আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লিমিটেড(এএফসিসিএল) এর কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল্লাহ ফারুক অজ্ঞাত আসামী করে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেলোয়ার জানায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর বোরহান উদ্দিন বাহারের কাছে বেড়াতে আসে সে। পরদিন ২৯ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে বোরহান উদ্দিন বাহার ব্যাংকের চেকের কাজ করছিল। কাজ করতে করতে পরদিন ৩০ ডিসেম্বর ভোরে দেলোয়ার কাজ বন্ধ করতে বোরহানকে বললে সে খারাপ ব্যবহার করে এবং দেলোয়ার উত্তেজিত হয়ে বোরহানকে ধাক্কা দিলে সে খাটের সাথে লেগে আঘাত পাওয়ার পর পুনরায় আঘাতের জন্য আসলে আসামি দেলোয়ার স্বজোরে ধাক্কা দেয়। এতে সে ঘরের দেয়ালের সাথে লেগে মাথার ডান পাশের পিছনে আঘাত প্রাপ্ত হয়ে মারা যায় বোরহান। এতে বোরহানের কোনও সাড়া শব্দ না পেয়ে মৃত্যু হয়েছে জেনে কম্বল ও কাথা দিয়ে মোড়িয়ে বাহিরের দিকে দরজায় তালা দিয়ে দেলোয়ার পালিয়ে যায়। এই মামলায় পুলিশের অভিযোগ পত্র, সাক্ষিপ্রমাণ ও বিচার কাজ শেষে আদালত আসামি দেলোয়ারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়