ব্রেকিং নিউজঃ
তেহরান সফরে গেলেন রুশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ২৯৯ Time View
তেহরান সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি ইরানে পৌঁছান। প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস ও মেহের নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে আলোচনা করতে তেহরানে পৌঁছেছেন রুশ প্রধানমন্ত্রী।
এ সফরে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
নওরোজ/এসএইচ