ব্রেকিং নিউজঃ
স্বামীসহ গ্রেপ্তার সাবেক এমপি হেনরি

নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬০ Time View
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯। হেনরী ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার বেশ কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে স্বামীসহ হেনরিকে গ্রেপ্তার করা হয়।
নওরোজ/এসএইচ