১ অক্টোবর থেকে টিসিবির পণ্য পাবেন ৪০ লাখ শ্রমিক

- Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৩ Time View
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু করবে সরকার।
রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, টিসিবির আওতায় এক কোটি পরিবারের মধ্যে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা বাড়াব। উপদেষ্টা উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেব।
আসিফ মাহমুদ শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সকল শিল্প কারখানাকে শ্রমিক কল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেয়া হবে।
শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নওরোজ/এসএইচ