মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

- Update Time : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬১ Time View
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশের পথে রয়েছেন ৮৫ বাংলাদেশি। এ নিয়ে গত ১৫ মাসে দেশে ফেরত আসার সংখ্যা হবে মোট ৩৩২।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তারা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে পৌঁছতে পারেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।
দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।
এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা সক্রিয় পালন করেছে। সর্বশেষ ৮ জুন ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
নওরোজ/এসএইচ