ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুবাইলের লুণ্ঠিত মালামাল রাজধানী থেকে উদ্ধার; আটক ১

জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : ০২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৪৯ Time View

গাজীপুরের পুবাইলের হায়দরাবাদ চৌরাস্তা থেকে লুণ্ঠিত প্রায় বিশ লক্ষ টাকার লোহার পাইপ রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুবাইল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন। গ্রেফতারকৃত অহিদ (৩০) টাঙ্গাইল জেলার সদর থানার বীরপুশিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। সে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় বসবাস করতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে পুবাইলের হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা একটি লোহার পাইপ ভর্তি পিকাপ ও তার চালককে অপহরণ করে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকায় নিয়ে যায় একদল দূর্বৃত্ত। পরে সেখানে চালক বসিরকে গাছের সাথে বেঁধে রেখে গাড়ি ও মালামাল নিয়ে যায় তারা। পরে উক্ত স্থান থেকে গাড়ি চালক উদ্ধার হয়ে পুবাইল থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল গুলো উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান ওই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, পুবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম উপ পরিদর্শক হুমায়ুন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

পুবাইলের লুণ্ঠিত মালামাল রাজধানী থেকে উদ্ধার; আটক ১

জাহাঙ্গীর আকন্দ
Update Time : ০২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের পুবাইলের হায়দরাবাদ চৌরাস্তা থেকে লুণ্ঠিত প্রায় বিশ লক্ষ টাকার লোহার পাইপ রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুবাইল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন। গ্রেফতারকৃত অহিদ (৩০) টাঙ্গাইল জেলার সদর থানার বীরপুশিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। সে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় বসবাস করতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে পুবাইলের হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা একটি লোহার পাইপ ভর্তি পিকাপ ও তার চালককে অপহরণ করে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকায় নিয়ে যায় একদল দূর্বৃত্ত। পরে সেখানে চালক বসিরকে গাছের সাথে বেঁধে রেখে গাড়ি ও মালামাল নিয়ে যায় তারা। পরে উক্ত স্থান থেকে গাড়ি চালক উদ্ধার হয়ে পুবাইল থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল গুলো উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান ওই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, পুবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম উপ পরিদর্শক হুমায়ুন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নওরোজ/এসএইচ