সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা: আহমাদুল্লাহ

- Update Time : ০৮:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৪ Time View
সরকারি টাকায় হজ করার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি বলেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরয়ি (ইসলামি বিধান) এবং নৈতিক-কোনো দিক থেকেই সিদ্ধ নয়।
তিনি আরও বলেন, এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন।
সরকারি টাকায় হজ করা গৌরবের নয় দাবি করে তিনি বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা।
নওরোজ/এসএইচ