রাজধানীর কলাবাগানে সন্ধান মিলল টর্চার সেল

- Update Time : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ২০২ Time View
রাজধানীর কলাবাগানে সন্ধান মিলল টর্চার সেলের। যেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন। অভিযোগ উঠেছে মুক্তিপণের টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শকও।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্ধান মেলে এই টর্চার সেলের। এই ঘটনায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে অভিযানের সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- শুভ ও শাকিল।
বেসরকারি এক টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব উপকরণ রয়েছে। সেখানে ধরে আনা হতো টার্গেট করা ব্যক্তিদের। অভিযোগ উঠেছে টার্গেট করা ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হতো মোটা অংকের টাকা। কেউ দিতে না চাইলে, চালানো হতো অমানুষিক নির্যাতন। দেওয়া হতো ইলেকট্রিক শক।
তাদের এই অপকর্ম কেউ যেন টের না পায় তাই নজরদারি বাড়াতে বাড়ির চারপাশে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। যার মাধ্যমে টার্চার সেলে পর্যবেক্ষণ করতেন অপরাধীরা।
গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের এই ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। তিন ঘণ্টার অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, একটা এয়ার গান ও একটা পাইপ গান পাওয়া যায়। এছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নওরোজ/এসএইচ