দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চৌধুরী

- Update Time : ০৮:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১২০ Time View
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
একই সাথে মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও পদাধিকারবলে প্রিন্সিপালকে সদস্য সচিব নির্বাচিত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছে।
শাকিল চৌধুরী দল্টা পালের বাড়ির বাসিন্দা, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আবদুর রহমান কেরানী ও অত্র স্কুলের অর্থদাতা মরহুম আবদুল মজিদ সাহেবের কনিষ্ঠ নাতি। এর আগে তিনি দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন।
ওমর ফারুক শাকিল চৌধুরী বলেন, এলাকার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই এবং শিক্ষার মানন্নোয়নে কাজ করবো। তিনি শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।