আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ

- Update Time : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৬ Time View
রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে গেছে। এর ফলে আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে মেট্রোরেল চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল আপাতত বন্ধ রয়েছে। কতক্ষণ লাগবে ঠিক হতে তা জানাতে পারেননি তিনি।
ডিএমটিসিএলের উপ–মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া সকাল সোয়া ১০টার দিকে গণমাধ্যমে বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়