ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়ার শিল্পাঞ্চল

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৪২ Time View

টানা শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিন কারখানাগুলোতে উৎপাদন ব্যহত হওয়ায় আজ ছুটির দিনেও এই এলাকায় খোলা রয়েছে প্রায় ১ হাজার ৪০০ টি পোশাক কারখানা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে যথাসময় থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিএমইএ কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। আগের সপ্তাহের পরিস্থিতি কাটিয়ে শিল্পখাতে ফিরছে সেই চিরচেনা রূপে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়ার শিল্পাঞ্চল

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

টানা শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিন কারখানাগুলোতে উৎপাদন ব্যহত হওয়ায় আজ ছুটির দিনেও এই এলাকায় খোলা রয়েছে প্রায় ১ হাজার ৪০০ টি পোশাক কারখানা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে যথাসময় থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

জানা গেছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানা। টানা শ্রমিক বিক্ষোভের মুখে ক্ষতি সামাল দিতেই এ উদ্যোগ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিএমইএ কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। আগের সপ্তাহের পরিস্থিতি কাটিয়ে শিল্পখাতে ফিরছে সেই চিরচেনা রূপে।

নওরোজ/এসএইচ