ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ

এক দশক পর ইংল্যান্ডকে টেস্ট হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০১ Time View

ইংল্যান্ডকে তাদেরই কৌশলেই পরাস্ত করলো শ্রীলঙ্কা। ২০১৪ সালের ২০ জুন লিডসে ইংলিশবধ করেছিল লঙ্কানরা। সেই দলে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধানেরা ছিলেন। এবার পাথুন নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে লন্ডনের কেনিংটন ওভাল টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার শ্রীলঙ্কা। তবে ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

সিরিজ হারলেও শ্রীলঙ্কা দারুণ লড়াই করেছে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। ২০১৪ সালের ওই জয়ের পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ১০টি টেস্ট খেলেছে। যার ৯টিতে হেরেছে লঙ্কানরা। এবার প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে থেকেও লঙ্কানরা দাপট দেখিয়ে জিতেছে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা। ১২৪ বলে ১২৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পাথুম নিশাঙ্কা। অন্য প্রান্তে ৬১ বলে ৩২ রানে টিকে ছিলেন ম্যাথিউস।

তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর তৃতীয় তথা শেষ টেস্টে চতুর্থ দিনের শুরুতেই হারল ইংল্যান্ড। স্বাগতিকদের বিপর্যয়ের শুরু দ্বিতীয় ইনিংসে। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার চার পেসার লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও মিলান রত্ননায়েকের তোপে মাত্র ৮২ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। এসময় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার ড্যানে লরেন্স। অষ্টম উইকেটে ওলি স্টোনকে নিয়ে ৪৪ বলে ৫৮ রান করেন উইকেটরক্ষক জেমি স্মিথ। এরমধ্যে স্মিথের সংগ্রহ ছিল ১৯ বলে ৫২ রান।

দলীয় ১৪০ রানে স্মিথকে বিদায় দেন বিশ্ব। এরপর ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এটি সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের। ওভালের এই ভেন্যুতেই ১৯৯৮ সালে ১৮১ রানে অলআউট হয়েছিল তারা। ঐ ম্যাচ ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। ১০টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে ৬৭ রান করেন স্মিথ। কুমারা ৪টি, বিশ্ব ৩টি, আসিথা ২টি ও রত্ননায়েকে ১টি উইকেট নেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ

এক দশক পর ইংল্যান্ডকে টেস্ট হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৮:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ইংল্যান্ডকে তাদেরই কৌশলেই পরাস্ত করলো শ্রীলঙ্কা। ২০১৪ সালের ২০ জুন লিডসে ইংলিশবধ করেছিল লঙ্কানরা। সেই দলে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধানেরা ছিলেন। এবার পাথুন নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে লন্ডনের কেনিংটন ওভাল টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার শ্রীলঙ্কা। তবে ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

সিরিজ হারলেও শ্রীলঙ্কা দারুণ লড়াই করেছে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। ২০১৪ সালের ওই জয়ের পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ১০টি টেস্ট খেলেছে। যার ৯টিতে হেরেছে লঙ্কানরা। এবার প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে থেকেও লঙ্কানরা দাপট দেখিয়ে জিতেছে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা। ১২৪ বলে ১২৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পাথুম নিশাঙ্কা। অন্য প্রান্তে ৬১ বলে ৩২ রানে টিকে ছিলেন ম্যাথিউস।

তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর তৃতীয় তথা শেষ টেস্টে চতুর্থ দিনের শুরুতেই হারল ইংল্যান্ড। স্বাগতিকদের বিপর্যয়ের শুরু দ্বিতীয় ইনিংসে। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার চার পেসার লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও মিলান রত্ননায়েকের তোপে মাত্র ৮২ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। এসময় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার ড্যানে লরেন্স। অষ্টম উইকেটে ওলি স্টোনকে নিয়ে ৪৪ বলে ৫৮ রান করেন উইকেটরক্ষক জেমি স্মিথ। এরমধ্যে স্মিথের সংগ্রহ ছিল ১৯ বলে ৫২ রান।

দলীয় ১৪০ রানে স্মিথকে বিদায় দেন বিশ্ব। এরপর ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এটি সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের। ওভালের এই ভেন্যুতেই ১৯৯৮ সালে ১৮১ রানে অলআউট হয়েছিল তারা। ঐ ম্যাচ ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। ১০টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে ৬৭ রান করেন স্মিথ। কুমারা ৪টি, বিশ্ব ৩টি, আসিথা ২টি ও রত্ননায়েকে ১টি উইকেট নেন।

নওরোজ/এসএইচ