ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা এক দফা দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা

গণভবনকে জাদুঘরের পাশাপাশি শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি পার্থর

নওরোজ ডেস্ক
  • Update Time : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৩ Time View

কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। যেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ লিখেছেন, ‘গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’

পার্থ আরও লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো…।’

গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শন করেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। যেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

গণভবনকে জাদুঘরের পাশাপাশি শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি পার্থর

নওরোজ ডেস্ক
Update Time : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। যেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ লিখেছেন, ‘গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’

পার্থ আরও লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো…।’

গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শন করেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। যেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।