শুক্রবারও চলবে মেট্রোরেল

- Update Time : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৯ Time View
সপ্তাহের অন্য ছয়দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, এখন মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন যাত্রী পরিবহন করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে যাত্রী চাহিদা বাড়ায় শুক্রবারও মেট্রোরেল চলুর জন্য কাজ চলছে।
সূত্রটি আরও জানায়, শুক্রবার মেট্রোরেল চালুর প্রস্তুতি চললেও এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা, সমীক্ষা চলছে। দ্রুত তারিখ ঘোষণা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গত ১৮ জুলাই কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর ৩৭ দিন পর আবার চলাচল শুরু হয়েছে।
নওরোজ/এসএইচ