ব্রেকিং নিউজঃ
বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

নওরোজ ডেস্ক
- Update Time : ০২:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১০৮ Time View
সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৮ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে ব্রিফিং করেছেন ড. ইউনূস।
তিনি বলেন, বাংলাদেশের সংকটকালীন সময়ে যারা আমাদের সহায়তা করেছে সেই বন্ধু রাষ্ট্রের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই । বর্তমানে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র-জনতা প্রতিশ্রুতিবদ্ধ। এ আন্দোলনে শত শত মানুষও মারা গেছে। এমতাবস্থায় আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করবেন।
নওরোজ/এসএইচ