নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

- Update Time : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ১৯৯ Time View
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে নীলফামারীর কিশোরগঞ্জে অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৫আগস্ট)সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্র দল,যুবদল,শ্রমিক দল,তাঁতি দলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন। মিছিলটি বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হন। উক্ত সমাবেশে বক্তব্য দেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)কেন্দ্রীয় কমিটির সদস্য (সাবেক এমপি)বিলকিস ইসলাম স্বপ্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ্ আলম বাবু,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান,ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ঈবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।
তারা আরোও বলেন, এতদিন যে গুম, খুন অবিচার হয়েছে তার দায় আওয়ামী লীগের, এসব অপরাধের জন্য তাদের বিচারের আওতায় আনতে হবে।