নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

- Update Time : ১১:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৩২ Time View
নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ২৪ ঘন্টায় জেলার সদর,কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করে দলটি।
বুধবার (৩১ জুলাই) রাত সােড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার নেতাকর্মিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম, বেগমগঞ্জের সোনাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরের নবী, নোয়াখালী পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের জামায়াত কর্মি শাহেদ।
জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার বলেন, এর আগে গত ২৮ জুলাই ঢাকা থেকে চাটখিল পৌর জামায়াতের সেক্রেটারি সাফায়াত হোসেন ও ২৯ জুলাই দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো.সাহাব উদ্দিন কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলে ফোন রিসিভ করেন তার গ্যানমান। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়