ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩২

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / ৮৭ Time View

দিনাজপুরে শুক্রবার সকাল ৬টায় ‘নাবিল এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ২৮ জন। এছাড়া বাসের সঙ্গে সংঘর্ষের আগে আম বোঝাই ট্রাকটি যাত্রীবাহী এক ভ্যানকে চাপা দিয়ে আসলে ভ্যানচালক নিহত হয়।

অন্যদিকে একই দিন বিকেল ৩টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার হাসপাতাল মোড়ে ট্রাকের সঙ্গে গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ দুজন নিহত হয়। আহত হয় চারজন।

এসব দুর্ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা–দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে ট্রাক–বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্বদেশ রায় (২৩), চিরির বন্দর উপজেলার মমিনুল ইসলামের পাঁচ মাসের মেয়ে জায়না, গোচাকুঞ্জ উপজেলার মোহাম্মদ জাহিদের মেয়ে বিভা (১০), একই উপজেলার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী, একই উপজেলার মৃত সূরার ছেলে হাসু (২৮)।

ফুলবাড়ির ঘটনায় নিহতরা হলেন– জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার নওনা গ্রামের বাসিন্দা আমান উদ্দিন (৪৫) ও একই উপজেলার পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মেনহাজুল (৪০)।

বাসের আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘নামাজের বিরতি দেওয়াকে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে এক যাত্রীর ঝগড়া চলছিল। এসময় বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহন ফজরের নামাজের জন্য বিরামপুরে যাত্রা বিরতি দেয়। এ কারণে অন্য ধর্মালম্বী এক যাত্রী বাসের চালকের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন। এসময় বাসের চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। বাসটি দিনাজপুর সদরের পাচবাড়ী নামক স্থানে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

এদিকে জালিয়াপাড়া স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জামাই –শ্বশুর একটি ভ্যানে করে পাচবাড়ী বাজারে ধান বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় আমবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক স্বদেশ রায় নিহত হন। ভ্যানটাকে চাপা দেওয়ার পরে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। তখন পাঁচবাড়ী নামক স্থানে নাবিল পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার জিল্লুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুসহ মোট ছয় জন নিহত হয়েছে। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজন আইসিইউতে আছে এবং তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন।’

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনাস্থলের বাস ও ট্রাককে দ্রুত নিরাপদ স্থানের সরিয়ে নেয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’ 

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩২

দিনাজপুর প্রতিনিধি
Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

দিনাজপুরে শুক্রবার সকাল ৬টায় ‘নাবিল এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ২৮ জন। এছাড়া বাসের সঙ্গে সংঘর্ষের আগে আম বোঝাই ট্রাকটি যাত্রীবাহী এক ভ্যানকে চাপা দিয়ে আসলে ভ্যানচালক নিহত হয়।

অন্যদিকে একই দিন বিকেল ৩টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার হাসপাতাল মোড়ে ট্রাকের সঙ্গে গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ দুজন নিহত হয়। আহত হয় চারজন।

এসব দুর্ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা–দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে ট্রাক–বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্বদেশ রায় (২৩), চিরির বন্দর উপজেলার মমিনুল ইসলামের পাঁচ মাসের মেয়ে জায়না, গোচাকুঞ্জ উপজেলার মোহাম্মদ জাহিদের মেয়ে বিভা (১০), একই উপজেলার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী, একই উপজেলার মৃত সূরার ছেলে হাসু (২৮)।

ফুলবাড়ির ঘটনায় নিহতরা হলেন– জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার নওনা গ্রামের বাসিন্দা আমান উদ্দিন (৪৫) ও একই উপজেলার পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মেনহাজুল (৪০)।

বাসের আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘নামাজের বিরতি দেওয়াকে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে এক যাত্রীর ঝগড়া চলছিল। এসময় বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহন ফজরের নামাজের জন্য বিরামপুরে যাত্রা বিরতি দেয়। এ কারণে অন্য ধর্মালম্বী এক যাত্রী বাসের চালকের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন। এসময় বাসের চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। বাসটি দিনাজপুর সদরের পাচবাড়ী নামক স্থানে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

এদিকে জালিয়াপাড়া স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জামাই –শ্বশুর একটি ভ্যানে করে পাচবাড়ী বাজারে ধান বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় আমবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক স্বদেশ রায় নিহত হন। ভ্যানটাকে চাপা দেওয়ার পরে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। তখন পাঁচবাড়ী নামক স্থানে নাবিল পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার জিল্লুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুসহ মোট ছয় জন নিহত হয়েছে। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজন আইসিইউতে আছে এবং তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন।’

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনাস্থলের বাস ও ট্রাককে দ্রুত নিরাপদ স্থানের সরিয়ে নেয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’