কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

- Update Time : ০১:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৩৫৮ Time View
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনের দ্বিতীয় দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের শহিদ মিনার থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘন্টা আন্দোলন চলে।
মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা সড়কে তীব্র যানজট দেখা দেয়।
এ বিষয়ে আন্দোলনের নেতৃত্বে মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাইনা। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।