ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিককে ৫ বছরের অভিজ্ঞতা ও গ্র্যাজুয়েট হতে হবে

মো.মুহিবুর রহমান,সিলেট
  • Update Time : ০৭:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৩০০ Time View

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিক হতে গেলে কমপক্ষে গ্র্যাজুয়েট এবং পাঁচ বছরের অভিজ্ঞদের গ্রহণ করা হবে।

শনিবার (২৫ মে) সিলেট নগরের আম্বরখানায় একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

‘সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আমি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আসি ২০২১ সালে। এসে কাগজপত্র ঘেটে দেখলাম, সাংবাদিকদের কীভাবে নেওয়া হবে, কীভাবে সাংবাদিক হবে- এ ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে কি না? দেখলাম এরকম কিছুই নেই। মানে ইচ্ছা মতো একজন পত্রিকা মালিক পাঁচ জনকে ডেকে বললেন, আপনারা কাজ করেন, তারা সাংবাদিক হয়ে গেলেন। এভাবেই এগিয়ে যাচ্ছিল।’ তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো, সাংবাদিকদের একটা লিস্ট করেন। এখন স্বাভাবিকভাবে প্রথমে প্রশ্ন হলো- কারা সাংবাদিক? কেউ ফাইভ পাস, পত্রিকায় লিখে, সে কী সাংবাদিক? আবার কেউ পত্রিকার মালিক তারা কি সাংবাদিক? এই বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে দুদিন সভা করতে হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হলো সাংবাদিক হতে হলে অবশ্যই স্নাতক হতে হবে। তখন প্রশ্ন এলো একজন বিশ বছর ধরে সাংবাদিকতা করেন স্নাতক না। তাদের কী আমরা বাদ দেবো। তখন সিদ্ধান্ত হলো, যারা অভিজ্ঞ তাদের আমরা রাখব।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিককে ৫ বছরের অভিজ্ঞতা ও গ্র্যাজুয়েট হতে হবে

মো.মুহিবুর রহমান,সিলেট
Update Time : ০৭:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিক হতে গেলে কমপক্ষে গ্র্যাজুয়েট এবং পাঁচ বছরের অভিজ্ঞদের গ্রহণ করা হবে।

শনিবার (২৫ মে) সিলেট নগরের আম্বরখানায় একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

‘সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আমি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আসি ২০২১ সালে। এসে কাগজপত্র ঘেটে দেখলাম, সাংবাদিকদের কীভাবে নেওয়া হবে, কীভাবে সাংবাদিক হবে- এ ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে কি না? দেখলাম এরকম কিছুই নেই। মানে ইচ্ছা মতো একজন পত্রিকা মালিক পাঁচ জনকে ডেকে বললেন, আপনারা কাজ করেন, তারা সাংবাদিক হয়ে গেলেন। এভাবেই এগিয়ে যাচ্ছিল।’ তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো, সাংবাদিকদের একটা লিস্ট করেন। এখন স্বাভাবিকভাবে প্রথমে প্রশ্ন হলো- কারা সাংবাদিক? কেউ ফাইভ পাস, পত্রিকায় লিখে, সে কী সাংবাদিক? আবার কেউ পত্রিকার মালিক তারা কি সাংবাদিক? এই বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে দুদিন সভা করতে হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হলো সাংবাদিক হতে হলে অবশ্যই স্নাতক হতে হবে। তখন প্রশ্ন এলো একজন বিশ বছর ধরে সাংবাদিকতা করেন স্নাতক না। তাদের কী আমরা বাদ দেবো। তখন সিদ্ধান্ত হলো, যারা অভিজ্ঞ তাদের আমরা রাখব।