ইবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত

- Update Time : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / ১৯৪ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পরে উক্ত বিভাগের শিক্ষার্থীরা তাদের বন্ধুত্বের বন্ধন আরো প্রসস্থ করার জন্যই মূলত এ আয়োজন।
বৃহস্পতিবার (২৩ মে ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠের পশ্চিমে পেয়ারা তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিনোদন ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে বিকালে সমাপ্ত হয়।
সকাল থেকেই চড়ুইভাতি উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলতে থাকে, দুপুর গড়ার সাথে সাথে উপস্থিত সবাইকে নিয়ে রান্নার আয়োজন করা হয়। বেলা ৩টায় খাবার শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এ সময় সাউন্ড বক্সের গানের তালে নৃত্য পরিবেশন করেন মাহবুবর রহমান, মাহফুজ, স্বর্ণালী, আকাশ, তমাল, তূর্য, ফারজানা, সুমাইয়া ও লিমা। তাদের চমৎকার নৃত্য পরিবেশনায় উপস্থিত সবাই বেশ উপভোগ করেন। এছাড়াও সার্বিকভাবে আয়োজনের সহযোগীতা করেন সাকিব, ইরাম, রাব্বি, শুভ সহ আরো অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়