গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৫৪ Time View
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস গাইবান্ধা’র আয়োজনে এবং জেলা প্রশাসন গাইবান্ধা’র সহযোগিতায় রবিবার (১৯ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মতবিনিময় করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নানাবিধ বক্তব্য দেন উপস্থিত সরকারি কর্মকর্তাগণ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশলী বেলাল আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা’র নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান,কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক,টিটিসি গাইবান্ধার প্রকৌশলী আঃ রহিম,জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এ সময় প্রদর্শনীর মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরাসহ সকল সেবা জনগণের দ্বোরগোড়ায় নিয়ে আসতে স্মার্ট বাংলাদেশ বিনির্মান এবং সার্বজনীন পেনশন স্কিমের সুফল তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বর্তমান সরকারের সোনার বাংলা বিনির্মানে যে সকল উন্নয়ন হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ফলে মানুষের জীবনযাত্রার মান সর্বোত্তম হবে।