বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা

- Update Time : ০৮:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৭৬ Time View
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছেছে নাজমুল শান্তর দল। আগামী ২১ মে মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। তবে, অপ্রত্যাশিত এক কারণে এই সিরিজ আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার রাতে দেশ ছেড়েছে শান্তরা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছেই দুঃসংবাদ পায় ক্রিকেটাররা। হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজটি। তবে প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় পুরো স্টেডিয়ামটিই।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, গতকাল শুক্রবার সকালে হিউস্টনে এলাকায় ঘূর্ণিঝড় বয়ে যায়। যাতে অন্তত ৭ জন মানুষ নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, পুরো হিউস্টন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ঘূর্ণিঝড়ে প্রেইরি ভিউ স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী সব স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইট স্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে বিধ্বস্ত হয়ে গেছে।
এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ মাঠে গড়াতে বাকি আর মাত্র তিনদিন, এত দ্রুত নতুন করে সবকিছু ঠিকঠাক করে মাঠে খেলা গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা।
আগামী ২১ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৮ জুন সকাল সাড়ে ৬টায় টেক্সাসের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করবে শান্তরা। এরপর ১০ জুন রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়