ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম কুবির সাবরিনা সাদাপাথর লুটকারীরা বড় দলের কিংবা প্রশাসনের হলেও ছাড় পাবে না শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুটি বাস সহ গ্রেফতার ২ নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলা ফিল্ম ও সঙ্গীত জগতের নক্ষত্রদের নিয়ে ওয়েম্বলিতে বসছে ‘লন্ডন মহোৎসব’

জমির উদ্দিন সুমন, লন্ডন
  • Update Time : ০২:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • / ২৬৮ Time View

আগামী শনিবার ও রবিবার (২০ ও ২১ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলিতে বসতে চলেছে দুই বাংলার এক মহাসম্মেলন, ‘লন্ডন মহোৎসব’।

বাংলা ফিল্ম ও সঙ্গীত জগতের নক্ষত্রদের নিয়ে ওয়েম্বলির সত্তাভিস পাতিদার সেন্টারে (Sattavis Patidar Centre, J/W, Forty Ave, Wembley Park, Wembley HA9 9PE) অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের এই মহোৎসব।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসবটি। এই সমাবেশে হাজির থাকছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, সুরকার জয় সরকার, নাট্যকার দেবশঙ্কর হালদার, গানের জগতের রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, সাহানা বাজপেয়ী, সামন্ত্যক সিনহা, প্রখ্যাত বাউল গায়ক সৌরভ মনি ও আরও অনেকে।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সায়ন্তন দাস অধিকারী জানান, এই মহোৎসব শুধু তারকা-বিশিষ্ট পারফরম্যান্স বহুল নয়। এই মহোৎসবে বাঙালির অতি প্রিয় বইমেলা, বাংলার প্রখ্যাত শাড়ি ও গহনার সম্ভার, বাংলার মিষ্টি… সবই চেখে-দেখে-ছুঁয়ে-ঘ্রাণে অনুভব করা যাবে।

এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই লন্ডনের বাঙালিদের উৎসাহ চরম। দুই বাংলার বাঙালিকে এই অনুষ্ঠানের সঙ্গে একাত্ম করতে তুমুল আগ্রহ দেখাচ্ছেন উদ্যোক্তারা।

পূর্ব লন্ডনের বাঙালিদের একত্রিত করার কাজটি করছেন প্রখ্যাত টিভি সঞ্চালক কিশোর মুনিয়া। এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের বহু বাঙালি সংগঠন। বেলফাস্ট, গ্লাসগো, লিভারপুল, লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ ছাড়াও অন্যান্য জায়গা থেকে বাঙালিদের জমায়েত দেখা যাবে এই মহোৎসবে।

সায়ন্তন আরও জানান, বিলেতের বাঙালিরা সবাই মিলে এগিয়ে এসে এই লন্ডন মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলছেন। তাই আমাদের প্রয়াস এই অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা।

Please Share This Post in Your Social Media

বাংলা ফিল্ম ও সঙ্গীত জগতের নক্ষত্রদের নিয়ে ওয়েম্বলিতে বসছে ‘লন্ডন মহোৎসব’

জমির উদ্দিন সুমন, লন্ডন
Update Time : ০২:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আগামী শনিবার ও রবিবার (২০ ও ২১ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলিতে বসতে চলেছে দুই বাংলার এক মহাসম্মেলন, ‘লন্ডন মহোৎসব’।

বাংলা ফিল্ম ও সঙ্গীত জগতের নক্ষত্রদের নিয়ে ওয়েম্বলির সত্তাভিস পাতিদার সেন্টারে (Sattavis Patidar Centre, J/W, Forty Ave, Wembley Park, Wembley HA9 9PE) অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের এই মহোৎসব।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসবটি। এই সমাবেশে হাজির থাকছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, সুরকার জয় সরকার, নাট্যকার দেবশঙ্কর হালদার, গানের জগতের রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, সাহানা বাজপেয়ী, সামন্ত্যক সিনহা, প্রখ্যাত বাউল গায়ক সৌরভ মনি ও আরও অনেকে।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সায়ন্তন দাস অধিকারী জানান, এই মহোৎসব শুধু তারকা-বিশিষ্ট পারফরম্যান্স বহুল নয়। এই মহোৎসবে বাঙালির অতি প্রিয় বইমেলা, বাংলার প্রখ্যাত শাড়ি ও গহনার সম্ভার, বাংলার মিষ্টি… সবই চেখে-দেখে-ছুঁয়ে-ঘ্রাণে অনুভব করা যাবে।

এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই লন্ডনের বাঙালিদের উৎসাহ চরম। দুই বাংলার বাঙালিকে এই অনুষ্ঠানের সঙ্গে একাত্ম করতে তুমুল আগ্রহ দেখাচ্ছেন উদ্যোক্তারা।

পূর্ব লন্ডনের বাঙালিদের একত্রিত করার কাজটি করছেন প্রখ্যাত টিভি সঞ্চালক কিশোর মুনিয়া। এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের বহু বাঙালি সংগঠন। বেলফাস্ট, গ্লাসগো, লিভারপুল, লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ ছাড়াও অন্যান্য জায়গা থেকে বাঙালিদের জমায়েত দেখা যাবে এই মহোৎসবে।

সায়ন্তন আরও জানান, বিলেতের বাঙালিরা সবাই মিলে এগিয়ে এসে এই লন্ডন মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলছেন। তাই আমাদের প্রয়াস এই অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা।