সিলেটে মসজিদে মসজিদে মুসল্লিদের ক্ষমা ও রহমত কামনা

- Update Time : ০৯:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১০৮ Time View
সিলেটে ‘জুমাতুল বিদা’ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার (৫এপ্রিল) মুসলমানরা জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।
জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ পাঠ করেন। বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।
পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে হজরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে সিলেটের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, আম্বরখানা জামে মসজিদ,প্রয়াগমহল পুরাতন জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর বলে জানান মুসল্লিরা। বরকতময় দিনটিতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চান তারা।
মসজিদগুলোতে জুমার নামাজের পর মোনাজাতে পবিত্র রমজানের ওছিলায় প্রয়াত স্বজনদের জন্যও ক্ষমা চান মুসল্লিরা।