আইপিসিবি’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার

- Update Time : ০৭:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ২০৫ Time View
ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) ও গুণীজন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) পুরানা পল্টন কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আনজুমান আরা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, গুণীজন ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দ, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডস ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অফ বাংলাদেশ এর সভাপতি বাদল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিপ্লব, নাজু মির্জা, অর্থ সম্পাদক আফরোজা আক্তার, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মিজানুর রহমান, নির্বাহী সদস্য মো. মোস্তফা কামাল জাহিদ উজ্জল মোল্লা, স্বপন দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক সাজেদুর রহমান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক ইসরাফিল হাওলাদার, সাংবাদিক, কবি আফসার নিজাম, সাংবাদিক এনামুল কবির কাজল, ইউসুফ বাবলু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী তুষার আহমেদ। দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে এতিম শিশুদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আগামীতে আরও বড় পরিসরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার মাহফিল করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়