ব্রেকিং নিউজঃ
সিলেট-তামাবিল মহাসড়কে আবারো দুর্ঘটনা, প্রাণ হারালেন পথচারী
মো.মুহিবুর রহমান, সিলেট
- Update Time : ০৪:৩৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ২০৫ Time View
আবারও সিলেট-তামাবিল মহাসড়কের ঝরলে প্রাণ। পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত আটটার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শাহজালাল কলেজ গেইট সম্মুখে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.তাজুল ইসলাম। তিনি জানান, পিকআপের ধাক্কায় এক লোক মারা গেছেন। হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছে।
এরআগে সোমবার (১৮ মার্চ) তামাবিল মহাসড়ক সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই’র সামনে গরু বোঝাই পিক-আপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

































































































































































































