ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধনী ট্রেনেই ঢিল ছুড়ল দুর্বৃত্তরা!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ০২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৩৭৪ Time View

দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস-এ প্রথম দিনেই পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙ্গে পাথর ট্রেনের মধ্যে পড়ে। তবে ওই পাথরের আঘাতে ট্রেনের কেউ আহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসার পর পারুলিয়া বাজার পার হওয়ার সময় কিছু উশৃঙ্খল কিশোর পাথর ছুড়ে মারে বলে ট্রেনের রেলকর্মী ও যাত্রী সূত্রে জানা গেছে।

ট্রেনে থাকা যাত্রীরা জানান,বুড়িমারী থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসলে হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় জানালা ভেঙ্গে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির জানান, হঠাৎ করেই কিছু মানুষ ট্রেনে ঢিল ছুড়েছে। এতে একটি জানালার কাঁচ ভেঙ্গে পাথর ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে বুড়িমারী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও অ্যাড. মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারসহ সংশ্লিষ্ট অনেকে।

Please Share This Post in Your Social Media

বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধনী ট্রেনেই ঢিল ছুড়ল দুর্বৃত্তরা!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
Update Time : ০২:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস-এ প্রথম দিনেই পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙ্গে পাথর ট্রেনের মধ্যে পড়ে। তবে ওই পাথরের আঘাতে ট্রেনের কেউ আহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসার পর পারুলিয়া বাজার পার হওয়ার সময় কিছু উশৃঙ্খল কিশোর পাথর ছুড়ে মারে বলে ট্রেনের রেলকর্মী ও যাত্রী সূত্রে জানা গেছে।

ট্রেনে থাকা যাত্রীরা জানান,বুড়িমারী থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসলে হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় জানালা ভেঙ্গে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির জানান, হঠাৎ করেই কিছু মানুষ ট্রেনে ঢিল ছুড়েছে। এতে একটি জানালার কাঁচ ভেঙ্গে পাথর ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে বুড়িমারী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও অ্যাড. মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারসহ সংশ্লিষ্ট অনেকে।