ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’ শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি বিচার বিভাগ স্বাধীন, দক্ষ ও মানবিক হলে তবেই আস্থা অর্জন করতে পারবে: প্রধান বিচারপতি পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বরই দিয়ে ইফতার করেন, আঙ্গুর-আপেল লাগবে কেন: শিল্পমন্ত্রী

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৩৩২ Time View

আঙুর, আপেলের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বললেন, বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর-আপেল লাগবে কেন? আমাদের দেশে কিছু নেই? পেয়ারা দেন না… সবকিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ না, বাইর থেকে আমদানি করতে হয়। তা আপনাদেরকে বুঝতে হবে। এটা তো আপনারা করতে পারবেন না, খালি জানাবেন। ইতিবাচক দিকগুলো আপনারা দেইখেন।

রমজানে ইফতার মাহফিলের প্রসঙ্গে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিছে, ইফতার পার্টির দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারের বিষয়টা যেমন আপনি দেখেন, তেমনি দেশটাকেও দেখেন। আকাশ থেকে খালি দেইখেন না। নিচের থেকে আসছেন আপনারাও। সেগুলো দেখেন, আশপাশেও দেখেন।

আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসকেরা কাজ করবেন বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, আজকে কোনো সমস্যা নেই। সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে এসেছে সেটা আমরা ভুলে গেছি। এখন যারা জেলা প্রশাসক তারা কিন্তু এ প্রজন্মের সন্তান। কাজেই তারা সমস্যার বিষয়ে জানে, তারা গ্রাম-উপজেলা থেকে এসেছে। আর বৈশ্বিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে তো এখন নতুন করে উত্তর দেয়ার নেই।

Please Share This Post in Your Social Media

বরই দিয়ে ইফতার করেন, আঙ্গুর-আপেল লাগবে কেন: শিল্পমন্ত্রী

জাতীয় ডেস্ক
Update Time : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

আঙুর, আপেলের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বললেন, বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর-আপেল লাগবে কেন? আমাদের দেশে কিছু নেই? পেয়ারা দেন না… সবকিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ না, বাইর থেকে আমদানি করতে হয়। তা আপনাদেরকে বুঝতে হবে। এটা তো আপনারা করতে পারবেন না, খালি জানাবেন। ইতিবাচক দিকগুলো আপনারা দেইখেন।

রমজানে ইফতার মাহফিলের প্রসঙ্গে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিছে, ইফতার পার্টির দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারের বিষয়টা যেমন আপনি দেখেন, তেমনি দেশটাকেও দেখেন। আকাশ থেকে খালি দেইখেন না। নিচের থেকে আসছেন আপনারাও। সেগুলো দেখেন, আশপাশেও দেখেন।

আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসকেরা কাজ করবেন বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, আজকে কোনো সমস্যা নেই। সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে এসেছে সেটা আমরা ভুলে গেছি। এখন যারা জেলা প্রশাসক তারা কিন্তু এ প্রজন্মের সন্তান। কাজেই তারা সমস্যার বিষয়ে জানে, তারা গ্রাম-উপজেলা থেকে এসেছে। আর বৈশ্বিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে তো এখন নতুন করে উত্তর দেয়ার নেই।