পূবালী ব্যাংক লিমিটেড এর আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত

- Update Time : ১০:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৫৩ Time View
পূবালী ব্যাংক লিমিটেড এর মাদারীপুর শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) সকালে মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বিসিক এলাকায় শামসুননাহার ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মাদারীপুর শাখার পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব হাফিজুর রহমান সরদার।
বিশেষ অতিথি ছিলেন শামসুননাহার ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম এমারাতুন নেছা, সৈয়দা নায়েরা মিশকাত সিনিয়র শিক্ষিকা, মোঃ আলী আব্বাস।
অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, নারী উদ্যোক্তা,কৃষকদের ব্যাংকিং, কর্টেজ, ক্ষুদ্র,মাঝারী ব্যাংকিং বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি বলেন, আগামী ৪১ সালের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রতিটি মানুষকে আর্থিক সাক্ষরতা থাকতে হবে। একজন মানুষের আর্থিক জ্ঞান না থাকলে প্রতিটি পদে পদে ক্ষতিগ্রস্থ হতে হবে। এজন্য অর্থিক লেনদেন সম্পর্কে ধারনা থাকা দরকার। এছাড়া নিজের কাছে অর্থ না রেখে যে কোন ব্যাংকে গচ্ছিত রাখা উচিৎ।
এসময় পূবালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে অংশ গ্রহণ করা ছাত্রীদের মধ্যে থেকে ৩জন কুইজ প্রতিযোগিতা বিজয়ী ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো বক্তব্য দেওয়ায় মোট ৬জন কে পুরষ্কার দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়