কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

- Update Time : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৫ Time View
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান,সার্টিফিকেট সহকারী আইয়ুব আলী প্রমুখ।
কৃষি অফিসার লোকমান আলম তার বক্তব্য বলেন, দেশে দ্বিতীয় বারের মতো স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে, সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদেরকে স্থানীয় সরকার সম্পর্কে আরো জানতে হবে।