ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ করে দিল র‍্যাব-৩

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২১৫ Time View

একমাস বাদেই পবিত্র মাহে রমজান। আর এই রমজানকে সামনে রেখে অবৈধভাবে চাল, ডাল, সয়াবিন তেল, ছোলাসহ নিত্যপণ্য মজুতের অভিযোগে বেশকয়েক জায়গায় অভিযান চালিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া ও সাধুর মাঠে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু করা এই অভিযান চলে রাত ১০ টা পর্যন্ত। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ দৈনিক নওরোজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যেএবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধ গুদামজাতকরণের দায়ে পাচঁটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে ৩১০০ বস্তা চাল মজুতের অভিযোগে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সিকে তিন লাখ টাকা, ২৪ মেট্টিক টন চাল মজুতের অভিযোগে মেসার্স মা রাইচ এজেন্সিকে ৫০ হাজার টাকা, আট হাজার ৪০০ কেজি চাল, চার হাজার ৮০০ কেজি আটা, ছয় হাজার লিটার সয়াবিন তেল, ডাল ও ছোলা একহাজার কেজি এবং একহাজার ৫০ কেজি চিনি মজুতের অভিযোগে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ হাজার ১৭০ লিটার তেল মজুতের অভিযোগে আল–ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং ৮০ ট্ন ডাল ও ময়দা, ১৬ হাজার ৯৩২ লিটার তেল মজুতের অভিযোগে বাবুল ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, নিত্যপণ্যের অবৈধ মজুত ঠেকাতে র‍্যাব এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে যাবে।

বৃহস্পতিবার র‍্যাবের এই অভিযানে এক লাখ ৮৭ হাজার ৪০০ কেজি চাল, ৩৩ হাজার ১০২ কেজি সয়াবিন তেল, চার হাজার ৮০০ কেজি আটা, একহাজার কেজি ডাল ও ছোলা, একহাজার ৫০ কেজি চিনি, ৪০ টন ডাল ও ৪০ টন ময়দা জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ করে দিল র‍্যাব-৩

শরিফুল হক পাভেল
Update Time : ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

একমাস বাদেই পবিত্র মাহে রমজান। আর এই রমজানকে সামনে রেখে অবৈধভাবে চাল, ডাল, সয়াবিন তেল, ছোলাসহ নিত্যপণ্য মজুতের অভিযোগে বেশকয়েক জায়গায় অভিযান চালিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া ও সাধুর মাঠে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু করা এই অভিযান চলে রাত ১০ টা পর্যন্ত। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ দৈনিক নওরোজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যেএবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধ গুদামজাতকরণের দায়ে পাচঁটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে ৩১০০ বস্তা চাল মজুতের অভিযোগে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সিকে তিন লাখ টাকা, ২৪ মেট্টিক টন চাল মজুতের অভিযোগে মেসার্স মা রাইচ এজেন্সিকে ৫০ হাজার টাকা, আট হাজার ৪০০ কেজি চাল, চার হাজার ৮০০ কেজি আটা, ছয় হাজার লিটার সয়াবিন তেল, ডাল ও ছোলা একহাজার কেজি এবং একহাজার ৫০ কেজি চিনি মজুতের অভিযোগে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ হাজার ১৭০ লিটার তেল মজুতের অভিযোগে আল–ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং ৮০ ট্ন ডাল ও ময়দা, ১৬ হাজার ৯৩২ লিটার তেল মজুতের অভিযোগে বাবুল ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, নিত্যপণ্যের অবৈধ মজুত ঠেকাতে র‍্যাব এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে যাবে।

বৃহস্পতিবার র‍্যাবের এই অভিযানে এক লাখ ৮৭ হাজার ৪০০ কেজি চাল, ৩৩ হাজার ১০২ কেজি সয়াবিন তেল, চার হাজার ৮০০ কেজি আটা, একহাজার কেজি ডাল ও ছোলা, একহাজার ৫০ কেজি চিনি, ৪০ টন ডাল ও ৪০ টন ময়দা জব্দ করা হয়েছে।