কিশোরগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

- Update Time : ০৪:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ২১৮ Time View
“বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পলাশ চন্দ্র মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোনাব আলী প্রমুখ।
উল্লেখ্য “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” স্লোগানে আয়োজিত মেলায় ২৫টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা শিক্ষক জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দ।