ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে ২সন্তানের মৃত্যু আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯

মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭০ জনের মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ১১৩ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলন করা হয়, তার একটি মালি। এসব স্বর্ণের খনিতে সনাতন পদ্ধতিতে খোঁড়াখুঁড়ি করে করে স্বর্ণ অনুসন্ধান করা হয়। সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এবারের দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। দুর্ঘটনার শিকার স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, “প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি।”

ওই কর্মকর্তা আরও বলেন, “দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।”

স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা বে কুলিবলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “স্বর্ণ অনুসন্ধানকারীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সুড়ঙ্গ খুঁড়ে চলে, আমরা অনেকবার তাদের সতর্ক করেছি, কিন্তু সেগুলো বিফলে গেছে।”

তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য খনি মন্ত্রণালয় কাঙ্গাবায় একটি মিশন পাঠাচ্ছে।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭০ জনের মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলন করা হয়, তার একটি মালি। এসব স্বর্ণের খনিতে সনাতন পদ্ধতিতে খোঁড়াখুঁড়ি করে করে স্বর্ণ অনুসন্ধান করা হয়। সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এবারের দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। দুর্ঘটনার শিকার স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, “প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি।”

ওই কর্মকর্তা আরও বলেন, “দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।”

স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা বে কুলিবলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “স্বর্ণ অনুসন্ধানকারীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সুড়ঙ্গ খুঁড়ে চলে, আমরা অনেকবার তাদের সতর্ক করেছি, কিন্তু সেগুলো বিফলে গেছে।”

তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য খনি মন্ত্রণালয় কাঙ্গাবায় একটি মিশন পাঠাচ্ছে।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।