ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দুই বাংলায় শীর্ষে ‘সুরমা সুরমা’

Reporter Name
  • Update Time : ১০:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১৯২ Time View

শাকিব খান, বুবলী, জাহিদ আকবর, কোনাল ও ইমরান। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে যেমন শাকিব খান অভিনীত ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার জিত অভিনীত ‘চেঙ্গিজ’।
প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ‘চেঙ্গিজ’ সিনেমাও ভালো ব্যবসা করছে। তবে ভাষাগত দিক দিয়ে বিবেচনা করলে বাংলা ভাষায় মুক্তি পাওয়া দুই সিনেমার গানের মধ্যে এগিয়ে রয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার গান ‘সুরমা সুরমা’।
যদি সামগ্রিক ভারতবর্ষের গান হিসেবে ধরা হয় তাহলে এভাবে বিশ্লেষণ করা যাবে- অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানটি স্ট্রিমিং হয়েছে ৩০ লাখ বার। হিন্দি ভার্সনে গানটি স্ট্রিমিং হয়েছে ২০ লাখ বার।
যেহেতু এখানে ভাষাগত বিষয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে দুই বাংলার। সেদিক থেকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী – অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানের চেয়ে এগিয়ে রয়েছে জাহিদ আকবরের লেখা এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতে ইমরান-কোনালের গাওয়া ‘সুরমা সুরমা’। বাংলা ভাষায় ‘এভাবে কে ডাকে’ স্ট্রিমিং হয়েছে ৩১ লাখ বার আর ‘সুরমা সুরমা’ স্ট্রিমিং হয়েছে ৪৩ লাখ বার।

অন্যদিকে ‘সুরমা সুরমা’ মুক্তি পায় ১৯ এপ্রিল আর ‘এভাবে কে ডাকে’ মুক্তি পায় ৮ এপ্রিল। এদিক থেকেও এগিয়ে বাংলাদেশের শাকিবের সিনেমার গানটি।
ইমরান বলেন, ‘কলকাতায় ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চেঙ্গিজ ছবি ও গান। জিতের রোম্যান্টিক গানটি অরিজিত সিং গেয়েছেন। এত বড় কম্বিনেশনের পর বাংলাদেশের শাকিব ভাইয়ের আমার এবং কোনালের গানটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। শুধু চেঙ্গিজের গান নয়, বাংলা ভাষার ছবির যত গান এসেছে, ঈদে সবচেয়ে এগিয়ে সুরমা সুরমা। আসলে দর্শক শাকিব ভাইকে কতখানি পছন্দ করেন সেটা বলার অপেক্ষা রাখে না।’

এই গানের গীতিকার জাহিদ আকবর বলেন, ‘আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানে। ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! এত দর্শকনন্দিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’

Please Share This Post in Your Social Media

দুই বাংলায় শীর্ষে ‘সুরমা সুরমা’

Reporter Name
Update Time : ১০:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে যেমন শাকিব খান অভিনীত ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার জিত অভিনীত ‘চেঙ্গিজ’।
প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ‘চেঙ্গিজ’ সিনেমাও ভালো ব্যবসা করছে। তবে ভাষাগত দিক দিয়ে বিবেচনা করলে বাংলা ভাষায় মুক্তি পাওয়া দুই সিনেমার গানের মধ্যে এগিয়ে রয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার গান ‘সুরমা সুরমা’।
যদি সামগ্রিক ভারতবর্ষের গান হিসেবে ধরা হয় তাহলে এভাবে বিশ্লেষণ করা যাবে- অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানটি স্ট্রিমিং হয়েছে ৩০ লাখ বার। হিন্দি ভার্সনে গানটি স্ট্রিমিং হয়েছে ২০ লাখ বার।
যেহেতু এখানে ভাষাগত বিষয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে দুই বাংলার। সেদিক থেকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী – অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানের চেয়ে এগিয়ে রয়েছে জাহিদ আকবরের লেখা এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতে ইমরান-কোনালের গাওয়া ‘সুরমা সুরমা’। বাংলা ভাষায় ‘এভাবে কে ডাকে’ স্ট্রিমিং হয়েছে ৩১ লাখ বার আর ‘সুরমা সুরমা’ স্ট্রিমিং হয়েছে ৪৩ লাখ বার।

অন্যদিকে ‘সুরমা সুরমা’ মুক্তি পায় ১৯ এপ্রিল আর ‘এভাবে কে ডাকে’ মুক্তি পায় ৮ এপ্রিল। এদিক থেকেও এগিয়ে বাংলাদেশের শাকিবের সিনেমার গানটি।
ইমরান বলেন, ‘কলকাতায় ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চেঙ্গিজ ছবি ও গান। জিতের রোম্যান্টিক গানটি অরিজিত সিং গেয়েছেন। এত বড় কম্বিনেশনের পর বাংলাদেশের শাকিব ভাইয়ের আমার এবং কোনালের গানটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। শুধু চেঙ্গিজের গান নয়, বাংলা ভাষার ছবির যত গান এসেছে, ঈদে সবচেয়ে এগিয়ে সুরমা সুরমা। আসলে দর্শক শাকিব ভাইকে কতখানি পছন্দ করেন সেটা বলার অপেক্ষা রাখে না।’

এই গানের গীতিকার জাহিদ আকবর বলেন, ‘আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানে। ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! এত দর্শকনন্দিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’