ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র: পিটার হাস

নওরোজ জাতীয় ডেস্ক
  • Update Time : ০৭:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৯২ Time View

নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ ও রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী মাসগুলোয় দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন পিটার হাস। মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র: পিটার হাস

নওরোজ জাতীয় ডেস্ক
Update Time : ০৭:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ ও রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী মাসগুলোয় দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন পিটার হাস। মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা জানিয়েছিলেন।